জাতীয়

করোনায় সব শ্রেণি-পেশার মানুষ আক্রান্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক, নার্সের পাশাপাশি সেনা সদস্য, পুলিশ সদস্য, সাংবাদিকরাও ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement

শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ইতোমধ্যে বেশকিছু ডাক্তার, নার্স, সেনা সদস্য, পুলিশ সদস্য ও গণমাধ্যমের সদস্যরা আক্রান্ত হয়েছেন। আমি তাদের সুস্থতা কামনা করি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রশাসন, আর্মি, পুলিশ নেতৃবৃন্দ সবাই কষ্ট করছেন। আরেকটু কষ্ট করতে হবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। যাতে কিনা আমাদের লকডাউনটি কার্যকর হয়। আমাদের ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা দিনরাত কাজ করে যাচ্ছেন। মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা পরিশ্রম করছেন জীবনের ঝুঁকি নিয়ে। আমি আশা করব, তাদের এই পরিশ্রম বিফলে যাবে না। তারা দেশবাসীকে রক্ষা করতে পারবেন।’

Advertisement

উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, লোকজন এখনও ঘোরাফেরা করছে। অলিগলিতে বেশি করে ঘোরাফেরা করছে। সকালের বাজারে আমরা দেখি লোকজনের উপস্থিতি অনেক বেশি হচ্ছে। তাতে আমরা মনে করি, সংক্রমণের হার অনেক বেড়ে যাবে। করোনাভাইরাস বেশ কয়েকটি জায়গায় বিস্তার লাভ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবো। অন্যান্য জেলায়ও করোনা ছড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি, নারায়ণগঞ্জ জেলা থেকে অন্যান্য জেলায় বেশকিছু লোক ছড়িয়ে গেছে এবং সেখানে আক্রান্ত করেছে। এই বিষয়টি উদ্বেগজনক। এই বিষয়টিকে আমাদের আরও কঠিনভাবে দেখতে হবে এবং এটা বন্ধ করতে হবে। আমাদের এখানে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বা বন্ধ করা হয়েছে। আশা করব, এই কয়েকটি দিন কষ্ট করে যেন বাড়িতে থাকি। এখন কষ্ট করলে এই করোনার বিরুদ্ধে জয়লাভ আমরা করতে পারব।’

পিডি/এমএসএইচ/এমকেএইচ