আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাড়ছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মালয়েশিয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে নতুন করে আরও ১৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে, নতুন করে আরও তিনজন করোনায় প্রাণ হারিয়েছে।

Advertisement

শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত সেখানে ৪ হাজার ৫৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়া।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুতে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭৩। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

মালয়েশিয়ায় এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৯৫ জন। অপরদিকে ৭২ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

টিটিএন/জেআইএম