ক্যাম্পাস

শেকৃবির ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বেড়েছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোডিভ-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানো হয়েছে।

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই ছুটি বাড়ানো হয়েছে বলে শনিবার জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ১৬ মার্চ সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ২২ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও। এরপরের দফায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এখন তা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সবারই উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিজ ঘরে অবস্থান করা। আমাদের সচেতনতাই কেবল পারে করোনা প্রতিরোধ করতে।

Advertisement

জেডএ/জেআইএম