জাতীয়

সকালে বাজারে লোকজনের উপস্থিতি অনেক বেশি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘আমরা লক্ষ্য করেছি, লোকজন এখনও ঘোরাফেরা করছে। অলিগলিতে বেশি করে ঘোরাফেরা করছে। সকালের বাজারে আমরা দেখি লোকজনের উপস্থিতি অনেক বেশি হচ্ছে। তাতে আমরা মনে করি, সংক্রমণের হার অনেক বেড়ে যাবে।’

Advertisement

শনিবার (১১ এপ্রিল) করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন এবং আরও তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস বেশ কয়েকটি জায়গায় বিস্তার লাভ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবো। অন্যান্য জেলাতেও করোনা ছড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি, নারায়ণগঞ্জ জেলা থেকে অন্যান্য জেলায় বেশকিছু লোক ছড়িয়ে গেছে এবং সেখানে আক্রান্ত করেছে। এই বিষয়টি উদ্বেগজনক। এই বিষয়টি আমাদের আরও কঠিনভাবে দেখতে হবে এবং এটা বন্ধ করতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘আপনাদেরকে বুঝতে হবে, প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আপনারা ইউরোপ, আমেরিকার দিকে তাকান। কী ভয়াবহ চিত্র সেখানে বিরাজ করছে। আমরা জানি, লকডাউন যদি ভালোভাবে কার্যকর হয়, তাহলে সংক্রমণ কমবে। ইউরোপ, আমেরিকাতে প্রায় এক লাখ লোক মৃত্যুবরণ করেছে, প্রায় সাড়ে ১৬ লাখ লোক আক্রান্ত হয়ে গেছে। আমাদের এখানে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বা বন্ধ করা হয়েছে। আশা করব, এই কয়েকটি দিন কষ্ট করে যেন বাড়িতে থাকি। এখন কষ্ট করলে এই করোনার বিরুদ্ধে জয়লাভ করতে পারব আমরা।’

Advertisement

এ সময় সবাইকে ঘরে থাকার ও বেশি বেশি করোনাভাইরাস পরীক্ষা করারও পরামর্শ দেন জাহিদ মালেক।

পিডি/এমএফ/জেআইএম