দেশজুড়ে

হবিগঞ্জে নারায়ণগঞ্জফেরত একজন করোনায় আক্রান্ত

হবিগঞ্জে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে ফেরা ওই ব্যক্তি কয়েকদিন ধরে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছেন। শনিবার (১১ এপ্রিল) তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। শনিবার সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে করোনাভাইরাসের কারণে দেশের বিভিন্ন জেলা ইতোমধ্যেই লকডাউন করা হয়েছে। অন্য জেলাগুলো ঘোষণায় লকডাউন না হলেও কার্যত লকডউন। হবিগঞ্জও এর বাইরে নয়। এ জেলাও কার্যত লকডাউন অবস্থায়ই আছে। মাঝে মাঝে কিছু রিকশা ছাড়া অন্য কোনো পরিবহন চলাচল করতে না। দোকানপাটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ঢাকা, নারায়ণগঞ্জসহ আক্রান্ত বিভিন্ন জেলা থেকে কৌশলে ট্রাক, নৌকাযোগে কিছু মানুষ হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করছেন।

ইতোমধ্যে অনেককেই আটক করে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৪ জনকে রাখা হয়। এর মাঝে ১৬ জন আছেন নারায়ণগঞ্জফেরত। তারা নানা কৌশলে এ জেলায় এসে পৌঁছেছেন।

Advertisement

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস