কিশোরগঞ্জের করিমগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবকের মা-ভাইসহ একই পরিবারের তিনজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
Advertisement
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কিশোরগঞ্জ সদরে দুইজন, করিমগঞ্জে একজন, ইটনায় দুইজন, ভৈরবে একজন ও পাকুন্দিয়া উপজেলার একজন করোনা রোগী শনাক্ত হয়।
জানা গেছে, গত ৫ এপ্রিল জেলার করিমগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া এক যুবকের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়। করোনা শনাক্ত হওয়ার আগেই স্বাভাবিকভাবে জানাজা ও দাফন সম্পন্ন করায় তার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে।
Advertisement
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত সন্দেহে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। তবে এখনও ৩১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
নূর মোহাম্মদ/আরএআর/পিআর