আন্তর্জাতিক

তুরস্কে মৃতের সংখ্যা ১০০৬, ৩১ শহর লকডাউন

তুরস্কে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬।

Advertisement

অপরদিকে, দেশটিতে একদিনে নতুন করে আরও ৪ হাজার ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা জানিয়েছেন, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২৯।

এদিকে, দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮১ জন। এক টুইট বার্তায় কোচা জানিয়েছেন, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজারের বেশি মানুষের দেহে করোনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

প্রথমদিকে তুরস্কে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকলেও এখন সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে, তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারাসহ ৩১টি শহরে ৪৮ ঘণ্টার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

Advertisement

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখের বেশি। অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ২ হাজার ৭৫১ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৭৬ হাজার ৫২৯ জন।

বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোও করোনার সঙ্গে পেরে উঠছে না। শক্তিধর দেশগুলো করোনা মোকাবিলায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে। তবুও ক্রমেই বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

টিটিএন/এমএস

Advertisement