ঢাকার ৫০ থানার ৩৪টিতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী মিলেছে। সর্বশেষ গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে কামরাঙ্গীচর থানা এলাকায় শনাক্ত করা হয় একজনকে। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫ নং ওয়ার্ডের আবু সাঈদের বাজার সংলগ্ন একটি ভবন, কিছু সড়ক ও এলাকা লকডাউন করা হয়েছে।
Advertisement
শনিবার (১১ এপ্রিল) কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার জাগো নিউজকে বলেন, গতকাল রাতে আইইডিসিআর মারফত জানা যায়, ৫৫ নং ওয়ার্ডের আবু সাঈদের বাজার সংলগ্ন একটি বাসার এক বাসিন্দা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
পরে আইইডিসিআর থেকে কর্তৃপক্ষের মাধ্যমে লকডাউনের নির্দেশনা আসে। নির্দেশনা মোতাবেক ৫৫ নং ওয়ার্ডের আবু সাঈদের বাজার সংলগ্ন ওই ভবন, আশপাশের কিছু এলাকা ও সড়ক লকডাউন করা হয়েছে। ওই এলাকার মানুষকে মাইকিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সড়কের উভয়পাশ বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছে।
জেইউ/এইচএ/এমএস
Advertisement