ভারতে হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন, মারা গেছেন অন্তত ৪০ জন।
Advertisement
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬০০ জন। মারা গেছেন ২৪৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৪৯ জন।
তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৪৭ জন। আর মৃতের সংখ্যা ২৩৯।
আনন্দবাজার জানিয়েছে, ভারতে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে মহারাষ্ট্র। রাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫৭৪ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্যে মারা গেছেন ১১০ জন।
Advertisement
মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন আটজন।
এরপর দিল্লিতে আক্রান্ত ৯০৩, মৃত্যু হয়েছে ১৩ জনের; রাজস্থানে আক্রান্ত ৫৫৩, মৃত্যু তিনজনের; তেলেঙ্গানায় আক্রান্ত ৪৭৩, মৃত্যু সাতজনের; পশ্চিমবঙ্গে ১১৬ জন আক্রান্ত ও মারা গেছেন পাঁচজন।
কেরালায় সংক্রমণের হার কিছুটা কমেছে। এ রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জন, মৃত্যু দু’জনের। সিকিম, মেঘালয় ও নাগাল্যান্ডে এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হননি।
কেএএ/পিআর
Advertisement