করোনাভাইরাসের প্রভাবে দেশের ব্যবসা-বাণিজ্য স্থাবির হয়ে পড়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ করে দিয়ে সবাইকে বাড়িতে থাকতে বাধ্য করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
Advertisement
এ ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে বিসিক শিল্পনগরীতে অবস্থিত সব শিল্প ইউনিটের ২০১৯ সালে বৃদ্ধিকৃত সার্ভিস চার্জসহ সব ধরনের সার্ভিস চার্জ আদায় আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ দেশের শিল্প অর্থনীতির বাধাকে কাটিয়ে ওঠে শিল্পায়নের ধারাকে গতিশীল রাখার জন্য বিসিক শিল্পনগরীতে অবস্থিত সব শিল্প ইউনিটের ২০১৯ সালে বৃদ্ধিকৃত সার্ভিস চার্জসহ সব ধরনের সার্ভিস চার্জ আদায় আগামী তিন মাসের জন্য স্থগিত করা হল।
অফিস আদেশে আরও বলা হয়, চেয়ারম্যান মহােদয়ের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হল। এটি অনতিবিলম্বে কার্যকর হবে।
Advertisement
এমইউএইচ/এমএফ/পিআর