রাজবাড়ীর পাঁচ উপজেলা থেকে করোনাভাইরাস সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর পাঁচজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান।
Advertisement
এদিকে রাজবাড়ীতে পাঁচজনের করোনা পটিটিভ হওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা পজিটিভের তথ্য প্রচারের পাশাপাশি সবাইকে আরও সচেতন ও ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন অনেকে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। জেলার ২৮ জনের নমুনা পরীক্ষার পর পাঁচজনের করোনাভাইরাস ধরা পড়েছে।
রুবেলুর রহমান/আরএআর/পিআর
Advertisement