দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের কাউতলী এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

Advertisement

ওই নারীর স্বামী জানান, গত ৩১ মার্চ স্ত্রীকে প্রচণ্ড জ্বর নিয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু তার স্ত্রী ঢাকায় যেতে না চাওয়ায় বাড়িতেই তার চিকিৎসা চলতে থাকে। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল।

এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই নারীর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেনের নেতৃত্ব একটি মেডিকেল টিম গিয়ে নমুনা সংগ্রহ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে করোনায় মারা যাওয়া রোগীদের মতো করে দাফন করা হবে।

Advertisement

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস