দেশজুড়ে

নোয়াখালীতে মারা যাওয়া ইতালি প্রবাসীর করোনা পজিটিভ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মারা যাওয়া ইতালি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার (১১ এপ্রিল) সকালে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

Advertisement

সিভিল সার্জন জানান, ওই প্রবাসীর মরদেহ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ফলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় তার দাফন হবে।

তিনি আরও জানান, ওই প্রবাসীর পরিবারের ২৯ জন সদস্যকে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আনা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকায় নেয়ার পথে ওই প্রবাসী মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ইতালি প্রবাসী ওই ব্যক্তি গত মাসে দেশে ফেরেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা চলে। গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

মিজানুর রহমান/আরএআর/পিআর