খেলাধুলা

ফেদেরারকে টপকে র‌্যাংকিংয়ের দুইয়ে মারে

রজার ফেদেরারকে হটিয়ে বিশ্ব এটিপি র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্কটিশ এন্ডি মারে। সম্প্রতি রাফায়ের নাদালকে হারিয়ে বেইজিংয়ে চায়না ওপেনের শিরোপা জেতা সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ১৫,৭৮৫ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। বেইজিংয়ের ফাইনালিস্ট স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল স্বদেশী ডেভিড ফেরারের সাথে জায়গা বদল করে সপ্তম স্থানে উঠে এসেছেন। তবে একমাত্র নতুন মুখ হিসেবে শীর্ষ দশে এই সপ্তাহে জায়গা কনে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসন।এটিপি শীর্ষ ১০ র‌্যাংঙ্কিং :১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ১৫,৭৮৫ রেটিং পয়েন্ট২. এন্ডি মারে (স্কটল্যান্ড) ৮,৬৪০৩. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৮,৪২০৪. স্তানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) ৬,৪৯৫৫. টমাস বার্ডিচ (চেক প্রজাতন্ত্র) ৪,৯১০৬. কেই নিশিকোরি (জাপান) ৪,৭১০৭. রাফায়েল নাদাল (স্পেন) ৪০৬০৮. ডেভিড ফেরার (স্পেন) ৩,৯৪৫৯. মিলোস রাওনিক (কানাডা) ২,৭৭০১০. কেভিন এন্ডারসন (দক্ষিণ আফ্রিকা) ২৪৭৫ এমআর/এমএস

Advertisement