প্রাণঘাতী করোনা ঘিরে ধরেছে পুরো পৃথিবীকে। এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের কিংবদন্তি স্যার কেনি ডালগ্লিশ।
Advertisement
বুধবার সাধারণ একটা ইনফেকশন নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৬৯ বছর বয়সী ডালগ্লিশ। তখন পর্যন্ত কিছু বোঝা যায়নি। করোনার কোন লক্ষণ যে তার মধ্যে ছিল না। পরে পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হিসেবে ধরা পড়েন এই ফুটবল কিংবদন্তি।
তার পরিবার জানিয়েছে, ডালগ্লিশের অবস্থা গুরুতর কিছু ছিল না। কিন্তু হাসপাতালে ভর্তির পর অপ্রত্যাশিতভাবে করোনা পজিটিভ হয়েছেন তিনি।
ডালগ্লিশের খেলোয়াড়ি জীবন ছিল ঈর্ষণীয় সব সাফল্যে রাঙানো। ১৯৬৯ থেকে ১৯৭৭ পর্যন্ত খেলেছেন সেল্টিকে। এরপর লিভারপুলে খেলেছেন ১৩টি বছর, ১৯৭৭ থেকে ১৯৯০ পর্যন্ত।
Advertisement
ফুটবলার হিসেবে জিতেছেন ছয়টি প্রথম বিভাগের শিরোপা, এফএ কাপ, চারটি লিগ কাপ, ইউরোপিয়ান সুপার কাপ এবং তিনটি ইউরোপিয়ান কাপ।
খেলোয়াড় থাকা অবস্থায়ই ১৯৮৫ সালে লিভারপুলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পান ডালগ্লিশ। ১৯৯১ সাল পর্যন্ত ছিলেন প্রথম দফায়। এরপর ২০১১-১২ সালে দ্বিতীয় দফায় আরেকবার লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলকে ঘরোয়া সব ট্রফির স্বাদ দিয়েছেন তিনি।
এমএমআর
Advertisement