প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যাটা ফের কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫৭০ জন করোনা আক্রান্ত রোগী প্রাণ হারিয়েছেন। যা গতকালের ৬০৪ এর চেয়ে কম।
Advertisement
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি; যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তবে বিগত কয়েক দিনে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকায় কিছুটা আশার আলো দেখছে করোনায় বিপর্যস্ত দেশটি।
বিগত দিনগুলোতে প্রতিদিন প্রায় হাজার মানুষের মৃত্যু হচ্ছিল দেশটিতে। কিন্তু ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। সম্প্রতি নতুন করে আক্রান্তের সংখ্যাও ছিল ২৫ দিনের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, সেখানে করোনার প্রকোপ কিছুটা কমবে এখন।
ইতালিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ৪৮ হাজার। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬১ জন; যা একদিন আগের ৪ হাজার ৩০০ এর চেয়ে কম। ইতালিতে আক্রান্তদের মধ্যে ৩০ হাজারে কিছু বেশি রোগী সুস্থ হয়েছেন।
Advertisement
প্রাদুর্ভাব শুরুর পর করোনা বিস্তার ঠেকাতে ৯ মার্চ থেকে ইউরোপের এই দেশ লকডডাউন। ওষুধ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছাড়া অন্য কোনো কাজে বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ। এর মেয়াদ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। তবে এই লকডাউন বাড়ানো হতে পারে।
দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে উদ্ধৃত করে বলা হচ্ছে, ইতালির লকডাউন পরিস্থিতি আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাড়ানোর ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশের বিজ্ঞানী ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত।
ইতালির মানুষ ও সরকারও শুরুতে করোনাকে গুরুত্ব দেয়নি। চীনে যখন ভয়াবহ অবস্থা, তখনো ইতালিতে নানা উৎসব চলেছে। চীনসহ নানা দেশ থেকে মানুষ গেছে সেখানে। শুরুতে কর্তাব্যক্তি, স্বাস্থ্য বিভাগ কেউই প্রস্তুতি নেয়নি। তার মাশুল গুণতে হচ্ছে তাদের।
এসএ
Advertisement