করোনা ভাইরাসের কারণে দুর্যোগ পরিস্থিতে এপ্রিল, মে ও জুন মাসের বিদ্যুৎ, পানি, গ্যাস, হোল্ডিং ট্যাক্স মওকুফে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টি।
Advertisement
শুক্রবার (১০ এপ্রিল) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত যুক্ত বিবৃতিতে নেতারা বলেন, করোনা ভাইরাসের কোয়ারেন্টাইন ও লকডাউনের কারণে গোটা দেশে ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালতসহ সার্বিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সর্বস্তরের মানুষ কর্মহীন হয়ে সরকারের আদেশ-নিষেধ মেনে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। দেশে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর হার ক্রমশ বেড়েই চলেছে। চাকরি ও স্বাভাবিক কর্মকাণ্ড না থাকায় নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণি চরম অসহায় হয়ে পড়েছে। তাই দেশের দুর্যোগময় পরিস্থিতে চলতি এপ্রিল, মে, জুন অর্থাৎ তিন মাসের বিদ্যুৎ, পানি, গ্যাস, হোল্ডিং ট্যাক্স মওকুফে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারির আহ্বান জানাই।
নেতারা বলেন, করোনা আক্রান্ত জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ নিয়ে সারাদেশে যে চুরি ও লুটের ঘটনা ঘটছে তা নিন্দনীয় ও মানবতা বিরোধী অপরাধের শামিল। তাই আইনশৃংখলা বাহিনীকে ত্রাণ বণ্টনে সম্পৃক্ত করা সময়ের দাবি। নিম্নবিত্তরা লাইনে দাঁড়িয়ে ত্রাণ গ্রহণ করলেও চক্ষু লজ্জার কারণে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির বোবা কান্না কেউ শুনছে না।
কেএইচ/এএইচ
Advertisement