শিক্ষা

কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু

বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে সারা বিশ্বে চলছে লকডাউন। অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। স্থবির হয়ে গেছে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা । এ অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা করেছে।

Advertisement

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ২৪ ঘণ্টা হাসপাতাল খোলা রাখার পাশাপাশি ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ এপ্রিল থেকে অনলা্ইনে ক্লাস শুরু হয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ এবং ইনস্টিটিউট অব কমিউনিটি হেল্থ বাংলাদেশের শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা উৎসাহ সহকারে অংশগ্রহণ করছে। যদি এ অচলাবস্থা চলতে থাকে তাহলে দীর্ঘ্দিন যাতে অনলাইনে শিক্ষা কার্য্ক্রম চালু রাখা এবং প্রয়োজনে পরীক্ষাও নেয়া যায় সে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

কেএইচ/এএইচ

Advertisement