শেরপুরে এক চৌকিদারের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান এলাকার চৌকিদার জহুরুল হকের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
Advertisement
চাল উদ্ধারের পর থেকে ওই চৌকিদার পলাতক রয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেনকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য দায়িত্ব দিয়েছেন।
চৌকিদার জহুরুল হকের মোবাইল নম্বরে ফোন করলে তার ছেলে পরিচয় দিয়ে একজন বলেন, মানিক নামে এক ব্যক্তি ওসব চাল আমাদের বাড়িতে রেখে যান। এ ব্যাপারে আমরা কিছুই জানি না।
শেরপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেন বলেন, প্রশাসন থেকে বিষয়টি তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
এএম/পিআর