করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি।
Advertisement
এরই অংশ হিসেবে শুক্রবার (১০ এপ্রিল) মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিভিন্ন থানা কমিটির মাধ্যমে ঢাকেশ্বরী মন্দিরে ৭০০ পরিবারের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কিছু খাদ্যসামগ্রী হরিজন, রবিদাস ও রাজবংশী পল্লীতে দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও লবণ।
মহানগর সর্বজনীন পূজা কমিটি সহ-সভাপতি ও ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, আজ ঢাকেশ্বরী মন্দিরে ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আরও অনেক পরিবার আছে, যাদের খাদ্যসামগ্রী প্রয়োজন। এর জন্য আমাদের আরও সহযোগিতা প্রয়োজন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মহানগর সর্বজনীন পূজা কমিটি সাবেক সভাপতি শৈলেন মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল, বর্তমান কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল, ড.তাপস চন্দ্র পাল, তাপস কুন্ডু, অ্যাডভোকেট পিন্টু, গিরি সাহা, দিলীপ ঘোষ, সুজিত ঘোষ ও বাবুরাজ বাবু।
Advertisement
জেএ/জেডএ/পিআর