দেশজুড়ে

ভাঙারির দোকানে মিলল আ.লীগ নেতার ৯০ বস্তা চাল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের ছেলে স্থানীয় ওএমএসের ডিলার আমিনুর রহমান শাকিলের ১০ টাকা কেজির ৯০ বস্তা চাল ভাঙারির দোকান থেকে জব্দ করেছে পুলিশ। এ সময় ভাঙারি ব্যবসায়ী সাইফুল মিয়াকেও (৪৫) আটক করা হয়।

Advertisement

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি বাজারের সাইফুল মিয়ার ভাঙারির দোকানঘর থেকে এসব চালের বস্তাসহ তাকে আটক করে পুলিশ। জব্দকৃত এসব চাল ডিলার আমিনুর রহমান শাকিলের বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সাইফুল মিয়া। জব্দকৃত চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ভাঙারি ব্যবসায়ী সাইফুলের ঘর থেকে ৯০ বস্তা চাল জব্দ করাসহ সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালের বস্তাগুলোর মধ্যে একটি বস্তায় ৪৫ কেজি, একটি বস্তায় ৪০ কেজি এবং অন্য ৮৮টি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে বলেও জানান ওসি। কামাল হোসাইন

নেত্রকোনা প্রতিনিধি/এমএএস/পিআর

Advertisement