দেশজুড়ে

৯০ বস্তা চাল চুরির নেপথ্যে আ.লীগ নেতার বাবা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৯০ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। ডিলার মনোয়ার হোসেন মন্ডল, চাল ব্যবসায়ী রবিউল ইসলাম ও গ্রেফতার তিনজনসহ সাতজনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়।

Advertisement

অবৈধ উপায়ে সরকারি চাল আত্মসাতের অভিযোগ এনে পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশীদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় এ মামলা করেন। মামলায় সাতজন এজাহারভুক্তসহ আরও অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র রায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলের বাবা হলেন ওএমএস ডিলার মনোয়ার হোসেন মন্ডল।

বুধবার মধ্যরাতে উপজেলার ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুর্জিপাড়া কলেজের সামনে থেকে মাহেন্দ্রভর্তি চালসহ তিনজনকে গ্রেফতার করে।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গুপিনাথপু গ্রামের জমশের আলীর ছেলে মাহেন্দ্রচালক ইসমাইল হোসেন ও হেলপার মহেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিয়াদ এবং ভেন্ডাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম।

এ সময় চাল পরিবহনের কাজে ব্যবহৃত মাহেন্দ্রটি জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার চাল ব্যবসায়ী রবিউল ইসলামের গোডাউন থেকে আরও চাল উদ্ধারসহ ওএমএস ডিলার মনোয়ার হোসেন মন্ডলের সম্পৃক্ততা খুঁজে পায় পুলিশ। উদ্ধারকৃত ৯০ বস্তা চাল ১০ টাকা কেজি দরের বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশীদ।

ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর তালকুরদার বলেন, বুধবার গভীর রাতে ভেন্ডাবাড়ির চাল ব্যবসায়ী রবিউল ইসলামের গোডাউন থেকে বিক্রি করার জন্য গাইবান্ধার সাদুল্লাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল ওসব চালের বস্তা। পরে অভিযান চালিয়ে ওসব চাল উদ্ধার করে পুলিশ।

জিতু কবীর/এএম/পিআর

Advertisement