খেলাধুলা

আত্মঘাতি গোলেই ডাচদের বিদায়

রবিন ফন পার্সির আত্মঘাতি গোলেই কপাল পুড়লো ডাচদের। ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৩-২ গোলের হারের লজ্জা নিয়ে ইউরোর বাছাইপর্ব থেকেই বাদ পড়লো নেদারল্যান্ডস। ঘরের মাঠ আমস্টারডামে প্লে-অফে খেলার লক্ষ্য নিয়েই চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস। তবে খেলা শুরুর ২৪ মিনিটে পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। চেক প্রজাতন্ত্রের হয়ে গোলটি করেন ডিফেন্ডার পাভেল কাদারাবেক। এর ১১ মিনিট পরই ডাচদের ওপর আরেকটি আঘাত হানেন স্ট্রাইকার জোসেফ সুরাল। কিন্তু ৪৩ মিনিটে মেম্ফিস ডিপাইকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার মারেক সাচি। দশজনের দলে পরিণত হয় চেকরা।তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ফন পার্সির আত্মঘাতী গোলে ম্যাচ থেকেই ছিটকে যায় স্বাগতিকরা। অবশ্য, এর চার মিনিট পরেই দলের হয়ে একটি গোল পরিশোধ করেন স্ট্রাইকার হান্টেলার। ৮৩ মিনিটে গোল করে প্রায়শ্চিত্ত করেন পার্সি। কিন্তু, শেষ পর্যন্ত ৩-২ গোলের হারে হতাশাই সঙ্গী হয় পাসি-ডিপাই-স্নেইডারদের।এমআর/এমএস

Advertisement