লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাবার পৌঁছে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই অংশ হিসেবে ২ হাজার ২২১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি।
Advertisement
শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত ডিএসসিসির হটলাইন নম্বরে ১২ হাজার ১৪৯ জন নাগরিক ফোন করেছেন। এর মধ্যে ৩ হাজার ৬৮৩ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনভুক্ত ২ হাজার ২২১ জনের বাসায় ইতিমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, অবশিষ্ট ১ হাজার ৪৬২ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে এ খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
Advertisement
চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এএস/এফআর/পিআর