আন্তর্জাতিক

১৭ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু স্পেনে

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০৫ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যায় গত ২৩ মার্চের পর দেশটিতে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে এইদিন। করোনায় স্পেনে মোট মৃতের সংখ্যা এখন ১৫ হাজার ৮৪৩ জন।

Advertisement

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে স্পেনে নতুন করে ৪ হাজার ৫৭৬ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ২২ জন।

বিশেষজ্ঞরা বলছেন, স্পেনে যতটা মহামারি আকার ধারণ করেছেল করোনা এখন ভাইরাসটির সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনও প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন এবং আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার। এ অবস্থা আরও কিছুদিন চলবে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় আক্রান্তের দিক দিয়ে স্পেনের অবস্থান সবার উপরে। গত সপ্তাহেই স্পেনের লকডাউনের মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, চলমান এই লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হতে পারে।

Advertisement

করোনার বিস্তার ঠেকাতে গত ১৪ মার্চ থেকেই স্পেনে অবরুদ্ধ অবস্থা বিরাজ করছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশটির প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যেই আশার আলো দেখা যাচ্ছে সম্প্রতি মৃতের সংখ্যা কমে আসায়।

এসএ