করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নবীন, বয়স্ক ও অসুস্থ আইনজীবীদের সহযোগিতায় বিশেষ বরাদ্দ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট।
Advertisement
শুক্রবার (১০ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোল্লা এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ‘গত ২৬ মার্চ থেকে সরকারি ছুটি ঘোষণার পর উচ্চ আদালতসহ নিম্নআদালতসমূহ বন্ধ থাকায় এবং করোনা প্রতিরোধে নিজ নিজ বাসায় অবস্থান করায় প্রবীণ, নবীন, বয়স্ক ও অসুস্থ আইনজীবীরা অসহায় হয়ে পড়েছেন। বাসা ভাড়া, বাজার ও দৈনন্দিন খরচসহ ওষুধপত্র ক্রয় করা কঠিন হয়ে পড়েছেন।’
তাই নবীন, বয়স্ক ও অসুস্থ আইনজীবীদের সহযোগিতা করার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
Advertisement
অবিলম্বে আইনজীবীদের সাহায্য করার জন্য সরকার এগিয়ে আসবে এই প্রত্যাশা আইনজীবীদের। নেতৃবৃন্দ সারা দেশে বিভিন্ন জেলায় পরীক্ষার ল্যাব বিস্তৃত করা এবং র্যানডম পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্ত, আইসোলেশন ও চিকিৎসার উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে আগামী ৬ মাসের খাদ্য বিনামূল্যে সরবরাহ করা দাবিও জানান।
এইউএ/এফআর/জেআইএম
Advertisement