কিশোরগঞ্জে আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা সাতজনে দাঁড়ালো। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি জানান, নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে দুইজন, ইটনায় দুইজন, ভৈরবে একজন ও পাকুন্দিয়া উপজেলার একজন রয়েছেন।
এর আগে গত ৫ এপ্রিল জেলার করিমগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া এক যুবকের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়।
এদিকে শুধুমাত্র করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। এ হাসপাতালে অন্য কোনো রোগীর চিকিৎসা হবে না।
Advertisement
অপরদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।
নূর মোহাম্মদ/আরএআর/এমকেএইচ