জাতীয়

ত্রাণ নিয়ে ১৫৫০ পরিবারের মাঝে এগিয়ে এল মানবাধিকার কমিশন

করোনাভাইরাসের সংক্রমণের ফলে মানবিক বিপর্যয়ের মুখে খাদ্য সংকটে পড়েছে নিম্নবিত্ত সমাজের পিছিয়ে পড়া মানুষ। তাদের পাশে দাঁড়িয়েছে সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থাসহ অনেকে। এবার এগিয়ে এল জাতীয় মানবাধিকার কমিশন।

Advertisement

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ জানান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপির হিউম্যান রাইটস প্রোগ্রামের সহায়তায় বৃহস্পতিবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পাঁচটি কলোনিতে বসবাসরত সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের ১ হাজার ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মানবাধিকার কমিশন।

তিনি আরও বলেন, বিতরণের সুবিধার্থে আরও ১০০টি প্যাকেট অতিরিক্তসহ মোট ১ হাজার ৫৫০টি প্যাকেট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে কলোনির নাম ও ঠিকানা সংযুক্তি সহকারে হস্তান্তর করা হয়েছে।

প্রতিটি প্যাকেটে চাল ১৫ কেজি, আটা ৫ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ৩ কেজি, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার, গুঁড়া দুধ ৪০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, মুড়ি ২ প্যাকেট ও সাবান ২টি করে রয়েছে।

Advertisement

জেইউ/এসআর/এমএস