দেশজুড়ে

শেরপুরে আরও দুইজনের করোনা পজিটিভ, ২০ বাড়ি লকডাউন

শেরপুরে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা চারজনে দাঁড়ালো। নতুন করে শ্রীবরদী উপজেলার পৌর শহরের একজন ও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অ্যাম্বুলেন্স চালক আক্রান্ত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক, রোগী ও কর্মচারীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা শনাক্ত হওয়া দুইজনের বাড়ি ও আশপাশের ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, করোনাভাইরাসের উপসর্গের কারণে শেরপুর জেলা থেকে বুধবার (৮ এপ্রিল) মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্টে তাদের দুইজনের করোনা পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর তাদেরকে নিজ নিজ উপজেলায় আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

Advertisement

আরএআর/এমএস