রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ভবনে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় ভবনটি লকডাউনের সিদ্ধান্ত দেয় আইইডিসিআর। এছাড়াও বাড়ির সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। তবে আক্রান্ত ব্যক্তির ভাই লকডাউন ভেঙে বাড়ির দেয়াল টপকে পালিয়ে যায়।
Advertisement
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তাকে খুঁজতে হাজারীবাগ, জিগাতলা, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় মাইকিং করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ হেল কাফি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী পাশাপাশি দুটি বাড়ি লকডাউন রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আক্রান্ত ব্যক্তির ভাই দেয়াল টপকে বেরিয়ে গেছেন। তাকে খুঁজতে আমরা মাইকিং করছি। রাস্তায় টহল পুলিশও গাড়ি নিয়ে খুঁজছে। আশপাশের বিভিন্ন সড়কে খোঁজ করেও রাত পৌনে ২টা পর্যন্ত তার সন্ধান পায়নি পুলিশ।
Advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত সারাদেশে মোট ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। ঢাকায় মোট ৬০টি এলাকায় এসব রোগী পাওয়া যায়। এই ৬০টি এলাকার প্রায় ৫০০’র মতো বাড়ি লকডাউন করে আক্রান্তদের পরিবার ও বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এআর/বিএ
Advertisement