চাঁদপুর জেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই যুবকের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
Advertisement
সিভিল সার্জন জানান, বর্তমানে ওই যুবক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ি থেকে কাউকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি রংপুরে। তিনি নারায়ণগঞ্জ জেলায় গার্মেন্টসে চাকরি করতেন। তার শ্বশুরবাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। তিনি গত ৪ এপ্রিল শ্বশুরবাড়ি আসেন। তার করোনা উপসর্গ জ্বর কিংবা সর্দি, কাশি ছিল না।
ওই যুবক এলাকায় আসলে তাকে নিয়ে স্থানীয় লোকজনের মাঝে সন্দেহ সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে গত ৭ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।
Advertisement
এদিকে এই যুবক করোনা আক্রান্তের দিনেই চাঁদপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে ১২৪ জন নিজ বাড়িতে ফিরেছেন। এর মধ্যে হাইমচর উপজেলায় ৪৯ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
চাঁদপুর সদরের ২৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বাকিদের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ইকরাম চৌধুরী/বিএ
Advertisement