নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরের হতদরিদ্রদের মাঝে বিতরণকৃত ৩শ কেজি চাল অন্য জায়গায় বিক্রির দায়ে মিস্টার নামে এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করা হয়েছে।
Advertisement
একই সঙ্গে সরকারি নিয়মবর্হিভূত কাজ করায় তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন।
ব্যবসায়ী মিস্টার মিয়া উপজেলার মরজাল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ কেজি দরের চালের অনুমোদিত ডিলার ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলায় ১৮ হাজার ১৪৫ জন হতদরিদ্র কার্ডধারী রয়েছেন। যারা ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে বছরের ৫ মাস এ সুবিধা পেয়ে থাকেন। এসব হতদরিদ্রদের সুবিধার্থে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি ইউনিয়নে ২ জন পরিবেশক নিয়োগ করে সরকার।
Advertisement
এরই মধ্যে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল অন্যত্র বিক্রি করে দেয় ওই ডিলার। এমন খবরের ভিত্তিতে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল এবং দেড় লাখ টাকা জরিমানা ধার্য করা হয়।
সঞ্জিত সাহা/এমএএস/পিআর