সিঙ্গাপুরে হঠাৎই বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৮৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।
Advertisement
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সেখানে ৩২ বছর বয়সী এক ভারতীয় নাগরিক মারা যান। পরে তার শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মোট ছয়জনের মৃত্যু হয়েছে৷
দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১০ জন৷ নতুন আক্রান্তদের মধ্য তিনজন বহিরাগত, ২৮৪ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন৷ ২১৯ জনের আগে আক্রান্তদের সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে।
এদিন আরও ৫৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন৷ এই নিয়ে দেশটিতে করোনামুক্ত হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০ জন।
Advertisement
সিঙ্গাপুরে ৮৮৪ জন করোনা আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ এদের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে৷
কেএএ/এমকেএইচ