জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করায় টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
Advertisement
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক ছাড়া টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) কাউন্সিলর আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই সমালেচনার ঝড় উঠে।
Advertisement
ভিডিওতে দেখা যায়, আমিন দলবলসহ বাজারে গিয়ে লোকজনকে কোনো কিছু জিজ্ঞেস না করেই মোটা লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন।
আইনজীবী রবিন বলেন, কাউন্সিলর জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। করোনার মধ্যে মানুষকে বুঝানোর পরিবর্তে নির্যাতন করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তার নির্যাতনের শিকার হয়ে স্থানীয় লোকজন মুখ খোলার সাহস পাচ্ছে না। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এ নোটিশ পাঠিয়েছি।
এফএইচ/এএইচ/এমকেএইচ
Advertisement