দেশজুড়ে

রাজবাড়ীতে জ্বরে মারা যাওয়া ট্রাকচালকের করোনা নেগেটিভ

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ট্রাকচালক রুহুল আমিন শেখের (৩২) করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিুকল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

রুহুল আমিন শেখ সেনগ্রাম এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ট্রাক চালাতেন।

এর আগে গত সোমবার (৬ এপ্রিল) ঠান্ডা, জ্বর, কাশি, ও শ্বাসকষ্ট নিয়ে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের নিজ বাড়িতে মারা যান রুহুল আমিন শেখ। পড়ে তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় এবং ওই দিন রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল), থানার ওসিসহ ১১ জন তার জানাজা ও দাফন সম্পন্ন করেন। ওই ঘটনায় উপজেলা প্রশাসন সেনগ্রাম বাজার ও গ্রামকে লকডাউন ঘোষণা করেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সেনগ্রামে এক ট্রাকচালক মারা গেলে করোনা সন্দেহে ওই গ্রাম ও বাজার লকডাউন করা হয় এবং মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার ওই ব্যক্তির রিপোর্ট এসেছে, যা নেগেটিভ। ফলে সেনগ্রামসহ উপজেলার সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Advertisement

নেগেটিভ রিপোর্ট আসার পর সেনগ্রাম ও বাজার থেকে লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য সরকারি আদেশ বলবৎ থাকবে বলে তিনি জানান।

রুবেলুর রহমান/আরএআর/পিআর