সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার দ্বিতীয় দিনে আরও ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার ফলাফলে করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। এছাড়াও সিলেট বিভাগে নতুন করে আরও ১৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যেও করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
ডা. আনিসুর রহমান বলেন, আপাতত তারা করোনামুক্ত হলেও তাদেরকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে। তিনি জানান, সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে আরও ১৫৭ জনকে। বর্তমানে বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৫৯৫ জন। এছাড়া আরও ৫০ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
Advertisement
ডা. আনিসুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ১৩৯ জন ও মৌলভীবাজারে ৯ জন আছেন। আরও ৯ জনকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ছামির মাহমুদ/আরএআর/পিআর