করোনাভাইরাসের প্রভাবে হবিগঞ্জে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে শহরতলীর কাকিয়ারআব্দা গ্রামের দরিদ্র মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
এরপর স্থানীয় বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। পাশাপাশি করোনার সংক্রমণ এড়াতে দোকানপাট বন্ধ রাখতে প্রচারণাও চালান ওসি।
এ সময় সদর থানা পুলিশের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম সুরুজ আলী, মো. ছানু মিয়া ও ব্যবসায়ী হাবিবুর রহমান সবুজ।
Advertisement
ওসি মো. মাসুক আলী বলেন, করোনার প্রভাবে শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে দুঃসময় চলছে। আমাদের এখানে অনেক মানুষ কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন। অনেকের ঘরেই খাবার নেই। তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে।
তিনি বলেন, আমাদেরকে ফোন কিংবা এসএমএস করে ঠিকানা দিলেই আমরা বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেই। যে কেউ যেকোনো অসুবিধায় যোগাযোগ করলে পাশে দাঁড়াবে পুলিশ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমকেএইচ
Advertisement