জাতীয়

সিঙ্গাপুরে কাজ বন্ধ হলেও বেতন পাবেন বাংলাদেশি শ্রমিকরা

‘সার্কিট ব্রেকার কর্মসূচি’র আওতায় সিঙ্গাপুরে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে। তাছাড়া সকল শ্রমিককে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপকালে এ সব কথা বলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান। বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৪৪ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আরও বেশ কিছু সংখ্যক বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসহ সার্বিক তত্ত্বাবধানে সবধরনের ব্যবস্থা গ্রহণ করছে দেশটির সরকার।

এ সময় আরও জানানো হয়, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ একজনের অবস্থারও উন্নতি হয়েছে।

Advertisement

উল্লেখ্য, চীনের উহান থেকে সৃষ্ট করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১৫ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে প্রায় ৯০ হাজার মানুষের। সিঙ্গাপুরের এখন পর্যন্ত ১ হাজার ৯১০ জন আক্রান্ত হলেও বিপরীতে মাত্র ৬ জনের মৃত্যু হয়েছে।

জেপি/এফআর/পিআর