দেশজুড়ে

করোনা ঝুঁকি উপেক্ষা করেই বাজারে ভিড়

করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগম এড়াতে প্রশাসন নানা পদক্ষেপ নিলেও দূরত্ব বজায় না রেখেই রাজবাড়ীতে কেনাকাটা করতে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

Advertisement

বেশির ভাগ দোকানদার, ব্যবসায়ী ও ক্রেতারা সামাজিক দূরত্ব মানছেন না। করোনা ঝুঁকি নিয়ে কেনাকাটা করছেন অনেকেই। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর প্রধান প্রধান কয়েকটি সড়ক ও বড় বাজারসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

পাশাপাশি সরকারের দেয়া ১০ টাকা কেজির চাল বিতরণেও মানা হয় না সামাজিক দূরত্ব। জেলা শহরের সড়কগুলোতে সাধারণ মানুষ ও ছোট যানবাহন চলাচল ছিল অনেক বেশি।

তবে ব্যবসায়ী ও চাল বিতরণের ডিলাররা বলছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা ও চাল বিতরণের চেষ্টা করছেন তারা। তবে সাধারণ মানুষ তা মানছেন না।

Advertisement

এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগম এড়াতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে কাজ করতে দেখা গেছে।

জনসমাগম নিয়ন্ত্রণে জেলা শহরের ১ নম্বর রেলগেট বন্ধ রাখা হয়েছে। ২ নম্বর রেলগেট সীমিত আকারে খোলা রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেখান দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে আসা-যাওয়া করছেন ক্রেতারা।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

Advertisement