দেশজুড়ে

বাবা-ছেলে মিলে গৃহবধূকে পিটিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে বহুলজান (৫৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও তার সতীনের ছেলে। এ ঘটনার পর বাড়িতে তালা ঝুলিয়ে সবাই পালিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত বহুলজান শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শালদহ পশ্চিম পাড়ার মোকছেদ আলী শেখের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শালদহ পশ্চিমপাড়ার মোকছেদ আলী তার দ্বিতীয় স্ত্রী বহুলজান ও প্রথম স্ত্রীর ছেলে শাহিদুল ইসলামকে নিয়ে বসবাস করতেন। বুধবার (৮ এপ্রিল) রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবা-ছেলে মিলে বহুলজানকে পিটিয়ে গুরুতর আহত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উঠানে মশারি দিয়ে ঢেকে রেখে বাবা ও ছেলে পালিয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশীরা বহুলজান বেগমের মরদেহ বাড়ির উঠানে মশারি দিয়ে ঢেকে রাখা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

Advertisement

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভোররাতের কোনো এক সময় বহুলজানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহত বহুলজানের স্বামী ও সতীনের ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

লিমন বাসার/আরএআর/পিআর