রাজধানীতে ছুটির দিন ও নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও সভা-সমাবেশ ও মিছিল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকাল ৯টায় লায়ন সেবা মাস উপলক্ষে র্যালি ও শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে চারটি স্থান ভাগ করে দেওয়া হবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।ওবায়দুল কাদের বলেন, যে কোনো সংগঠনের র্যালি ও মিছিল ছুটির দিনে করতে হবে। যানজট নিরসনে এই উদ্যোগের কথা সরকার ভাবছে।তিনি বলেন, রাজধানীতে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যোনে বড়, মাঝারি ও ছোট চারটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া থাকবে, যেখানে সমাবেশ করতে হবে। সমাবেশের জায়গা নির্ধারণ করবে পুলিশ।২০১৮ সালের দিকে দেশের সড়ক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়েছে। ২০১৭ সালে এ কাজ শেষে হবে। কয়েক মাসের মধ্যে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেলের কাজ শুরু হবে। আগামী বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-জয়দেবপুর মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে।
Advertisement