দেশজুড়ে

সেই ছাত্রলীগ নেতা বললেন ‘খুনি মাজেদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন মাজেদের সঙ্গে ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশের কোনো রক্তের সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা জানান।

Advertisement

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশ বিশ্বাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেফতার হওয়ার পর স্থানীয় হাসিব চৌধুরী বাঁধন নামে এক যুবক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাকে খুনি মাজেদের নাতি বলে দাবি করেন। এছাড়াও তিনি ঢাকার বিভিন্ন সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে রাজনৈতিকভাবে আমাকে ছোট করার জন্য পরিকল্পিতভাবে সংবাদ প্রচার করেন।

মুজিব উল্যাহ পলাশ বলেন, আমার বাবা অজিউল্ল্যাহ বিশ্বাস স্বাধীনতার আগে থেকে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত। আমার পুরো পরিবার স্বাধীনতার আগ থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ওই খুনি ক্যাপ্টেন মাজেদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাসান মুন্না, পলিটেকনিক্যাল ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান বাপ্পাসহ প্রমুখ। জুয়েল সাহা/এফএ/এমকেএইচ

Advertisement