করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে স্বামী ও স্ত্রীসহ দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান।
Advertisement
সিভিল সার্জন জানান, ঢাকা থেকে পালিয়ে আসা নারী ও তার স্বামীকে গতকাল সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর থেকে ধরে এনে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিল। আজ তাদের দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে রাজবাড়ীতে ১ জন আইসোলেশনে এবং ৪০ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
তিনি আরও জানান, আজ পর্যন্ত রাজবাড়ীর পাঁচ উপজেলা থেকে মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৬টি রিপোর্ট পাওয়া গেছে। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর ও পাংশায় দুই জন মারা গেছেন। এরমধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন না বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। অপরজনের নমুনা পাঠিয়েছেন, রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এছাড়া বর্তমানে রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের দুইটি ও পাংশা বাহাদুরপুরের ১টি গ্রাম লকডাউন রয়েছে।
Advertisement
রুবেলুর রহমান/এফএ/এমএস