খেলাধুলা

করোনায় প্রাণ হারালেন অলিম্পিক ফাইনালিস্ট

প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে এবার হার মানলেন ইতালির দৌড়বিদ, অলিম্পিক ফাইনালিস্ট দোনাতো সাবিয়া। জীবনে অনেক ৮০০ মিটার দৌড় জিতলেও, করোনার বিরুদ্ধে দৌড়ে গন্তব্যে পৌঁছতে পারলেন না তিনি।

Advertisement

বুধবার ইতালিয়ান অলিম্পিক কমিটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই খবর। মৃত্যুকালে সাবিয়ার বয়স হয়েছিল ৫৬ বছর। বেশ কিছুদিন পোটেনজার সান কারলো হাসপাতালে ভর্তি ছিলেন সাবিয়া।

খেলোয়াড়ি জীবনে দুইবার অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নিতে পেরেছিলেন সাবিয়া। লস এঞ্জেলসে ১৯৮৪ সালের আসরে ৮০০ মিটারে তিনি হয়েছিলেন পঞ্চম। সিউলে হওয়া পরের আসরে সপ্তম হন সাবিয়া।

লস এঞ্জেলস অলিম্পিকের বছরেই ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন সাবিয়া। ইতালিয়ান অলিম্পিক কমিটির মতে, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম অলিম্পিয়ান হলেন সাবিয়া।

Advertisement

এসএএস/এমএস