জামালপুরে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার রাতে জেলা প্রশাসক লকডাউনের এই ঘোষণা দেন।
Advertisement
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সুরক্ষার জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে পুরো জেলায় লকডাউন বলবৎ থাকবে। জনসাধারণের জেলায় প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে।
জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক ব্যতিত জেলা ও উপজেলার অন্য সব রাস্তা ও সীমানা দিয়ে অন্যান্য জেলায় যাতায়াতের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এ সময় দিনে ও রাতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।
তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে। কেউ লকডাউন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
Advertisement
উল্লেখ্য, বুধবার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ৩৫ বছর বয়সী এক ব্যক্তির ও গত রোববার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাসিন্দা ঢাকা ফেরত ৩০ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
নাঈম আলমগীর/এফএ/জেআইএম