শেষ পর্যন্ত করোনা যুদ্ধে পরাজিত হলেন বাঙালি কমিউনিটির পরিচিত মুখ, লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ড. ফয়সাল চৌধুরী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Advertisement
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
জানা গেছে, ড. ফয়সাল চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সম্প্রতি তিনি বিভিন্ন সেমিনার করেছেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। যুক্তরাজ্যে অগণিত অসুস্থ বাংলাদেশিদের সাহায্যে তিনি নিরলসভাবে ছুটে গেছেন। তার স্ত্রীও এখানকার চিকিৎসক। তার দেশের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানায়।
এদিকে, এর আগে আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে লন্ডনের নিউহাম হাসপাতালে মারা যান ব্যারিস্টার মনির জামান শেখ (৬২)।
Advertisement
তিনি আইন পেশায় লন্ডনের পি জি এ সলিসির্টস-এর অধ্যক্ষ হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন সমাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। জামান গ্র্যাজুয়েট ক্লাব ইউকে সভাপতির দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার রামপাল থানার কুমলাইগ্রামে।
একইদিন মারা যান প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ বদরুল হক (৬৫)। তিনি পূর্ব-লন্ডনের কমার্শিয়াল রোডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শেষ মুহূর্তে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ উপজেলার বহর গ্রাম।
এছাড়া স্কটল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল মারা যান মফিজুল ইসলাম বকুল নামে আরেক বাংলাদেশি। তিনি ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর থানার বগডহর গ্রামের ইদ্রিছ বেপারীর ছেলে। ইতালির ভিসেন্সার মালো শহরে বসবাস করতেন বকুল।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোররাতে মৃত্যুবরণ করেছেন পূর্ব লন্ডনের স্টেপনিগ্রিনের বাসিন্দা জামিল আহমদ আজাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তার দেশের বাড়ি সিলেটের গোপালগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানীগ্রামে।
Advertisement
তবে এর বাইরে লন্ডনে মোকসেদুল আলম বাদল নামে একজনের মৃত্যুর খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসেছে। সরকারি সূত্রে সঠিক কোনো পরিসংখ্যান প্রকাশিত না হলেও খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিটেনে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে।
এমআরএম/জেআইএম