রাজনীতি

গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা শুরু

মানবতাবিরোধী অপরাধে আমৃত্য সাজাপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের আপিলের রিভিউ পিটিশন, যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ এবং যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধসহ করা ছয়দফা দাবিতে ‘জাগরণ যাত্রা’ শুরু করেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তারা চারটি বাস, একটি মাইক্রোবাস এবং দু’টি প্রাইভেটকারযোগে রাজশাহীর উদ্দেশে প্রথম দফার যাত্রা শুরু করে।

Advertisement

 

ইমরান এইচ সরকার জানান, প্রথম দফার যাত্রা তেঁতুলিয়া পর্যন্ত হওয়ার কথা থাকলেও হরতালবিরোধী কর্মসূচির কারণে তা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহীতে সমাবেশের মাধ্যমে প্রথম দফার এ জাগরণ যাত্রা শেষ হবে।

 

যাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের আরও বলেন, সব বাধা বিপত্তিকে উপেক্ষা করেই আমরা যাত্রা শুরু করছি। যারা যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে চায়, তারা আমাদের এ জাগরণ যাত্রায় অংশ নেবে বলে আশা করছি।

 

এর আগে দলটি শুক্রবার বিকেল ৭টায় ঝিনাইদহের পায়রা চত্বরে, ৪টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে, সন্ধ্যা ৬টায় মেহেরপুরের শহীদ শামসুজ্জোহা পার্কে পথসভা ও সমাবেশ করবে তারা। দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ায়, বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদিতে বেলা একটায় নাটোরে একই কর্মসূচি পালন শেষে বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর আলুপট্টিতে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ‘জাগরণ যাত্রার’ প্রথম ধাপ।

Advertisement