জাতীয়

মণ্ডপে ইভটিজিং ও ছিনতাই বন্ধে বিশেষ নজরদারি

আসন্ন দুর্গাপূজায় রাজধানীর মণ্ডপ এবং এর আশপাশের এলাকাগুলোতে যাতে কোনো ধরনের ইভটিজিং বা ছিনতাইয়ের ঘটনা না ঘটে সে বিষয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকালে মাসিক অপরাধ পর্যালোচনা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম কনফারেন্সে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।কনফারেন্সে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে তিন স্তরের নিরাপত্তা নেয়ার পরিকল্পনা করা হয়। পূজার প্রস্তুতি, পূজা চলাকালীন সময় এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা দেয়া হবে। পুলিশ আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বয় করে নিরাপত্তা দেবে। মণ্ডপগুলোতে থাকবে সিসি ক্যামেরা ও কন্ট্রোল রুম। সিসি ক্যামেরার ফুটেজগুলো কন্ট্রোল রুমের মনিটর থেকে পর্যবেক্ষণও করা হবে।যে সমস্ত মণ্ডপে সমস্যা হওয়ার আশঙ্কা সেখানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয় কনফারেন্সে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘রাজধানীর সকল পূজামণ্ডপে নিরাপত্তার পাশাপাশি যে সমস্ত মণ্ডপে ভিআইপিরা যাবেন সেখানে অতিরিক্ত নিরাপত্তার নিয়ে আলোচনা হয়েছে। বিজয়া দশমীর দিন নদীগুলোতে নৌ-পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’তিনি আরো বলেন, ‘প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা না সৃষ্টি হয়, তাই কনফারেন্সে সে সময়কার নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় কেউ যাতে পানিতে ডুবে না যায় তাই নদীগুলোতে নৌপুলিশের টহল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’এআর/এসকেডি/বিএ

Advertisement