রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক ডরমেটরিতে তালা ভেঙে তছনছের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ডরমেটরির আবাসিক শিক্ষক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম নিরাপত্তা সংকট বিরাজ করছে।অধ্যাপক তরিকুল ইসলাম জাগো নিউজকে জানান, বিকেলে বাসায় ঢুকে রুমের তালা ভাঙা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রক্টরকে জানায়। কোন উদ্দেশ্যে কে বা কারা এটা ঘটাতে পারে জানতে চাইলে তিনি বলেন, সেটা নিশ্চিত করে বলতে পারছি না যেহেতু শুধু তছনছ করেছে। তবে অফিস চলাকালীন সময়ে বহিরাগতদের এ ঘটনা ঘটানো অসম্ভব।এ ঘটনার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী, প্রক্টর (চলতি দায়িত্ব) শাহীনুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণসহ শিক্ষক ও নিরাপত্তা কর্মকর্তারা ডরমেটরি পরিদর্শন করেন।এ সময় উপাচার্য শিক্ষক ডরমেটরিতে হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রক্টরকে ঘটনার দ্রুত অনুসন্ধানের নির্দেশ দেন এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন।জানা যায়, গত ৫ ফেব্রুয়ারিতে শিক্ষক ডরমেটরিতে হামলা চালিয়ে এ শিক্ষক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানকে গুরুতর জখম করে মুখোশধারীরা। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে ওই দুই শিক্ষক। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটির প্রতিবেদন এখনো জমা দেয়া হয়নি।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নামমাত্র তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়াই যেন বিশ্ববিদ্যালয়ের নিত্য-নৈমিত্তিক ব্যাপার।এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে বলেন, উপাচার্য বিষয়টি আমাকে জানিয়েছেন। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।এআরএ/বিএ
Advertisement