আন্তর্জাতিক

করোনা দুর্যোগের মধ্যেও ফিজিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি। এতে তছনছ হয়ে গেছে দেশটির বাড়িঘরসহ শহরাঞ্চল।

Advertisement

বুধবার দুপুরে ফিজির দক্ষিণে ঘূর্ণিঝড় হ্যারল্ড আঘাত হানে। সেখানকার আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার।

ঝড়ের দাপটে উড়ে গেছে বাড়ির ছাদ, বন্যায় ভেসে গেছে শহর। মূলত ফিজির আগে সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতু দ্বীপে ধ্বংসলীলা চালায় ওই ঝড়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের (এনডিএমও) পরিচালক ভাসিটি সোকো বলেছেন, আমরা কয়েকজনের আহত হওয়ার খবর পেয়েছি।

Advertisement

ঝড়ে ইতোমধ্যে শহরের পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। বাড়ি থেকে বের হওয়া রীতিমতো বিপজ্জনক এয় পড়েছে। চার্চ কিংবা স্কুলে গৃহহীন মানুষকে আশ্রয় নিতে বলা হয়েছে।

শহরের পর্যটন কেন্দ্রগুলো থেকেও পর্যটকদের বের করে দেয়া হচ্ছে। বিশেষত উপকূলবর্তী অঞ্চলে যারা রয়েছে তাদের অনেক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিজিতে এখন পর্যন্ত ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফ্র্যাঙ্ক বেনিমারামা ২০ জনেরও বেশি লোকের অপ্রয়োজনীয় জমায়েত নিষিদ্ধ করেছেন।

বিএ

Advertisement